মা ও শিশু স্বাস্থ্য সেবাঃ
১। গর্ভকালীন, প্রসবকালীন (ডেলিভারী) ও প্রমবোত্তর সেবা।
২। মাসিক নিয়মিতকরণ (এম.আর) সেবা।
৩। নবজাতক ও ৫ বঃসর বয়স পর্যন্ত শিশুদের সেবা।
৪। শিশুদের বিসিজি. ডিপিটি, পোলিও ও হামের টিকা।
৫। মহিলাদের ধনুষ্টংকারের টিকা।
৬। কিশোর কিশোরদীদের প্রজনন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ।
৭। শিশুদের মায়ের বুকের দুধ খাওয়ানোর জন্য পরামর্শ।
৮। মা ও শিশুদের পুষ্টি সম্পর্কে পরামর্শ।
৯। প্রাথমিক স্বাস্থ্য শিক্ষা প্রদান।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস